ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

রাজশাহীতে চিকিৎসক হত্যা: হত্যাকারী ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৩১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসকরা। এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ধর্মঘটে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।

সকালে রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে চিকিৎসকরা ছাড়াও মেডিকের কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসোসিয়েশনের সভাপতি ডা. এবি সিদ্দীকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশার আলী বক্তব্য রাখেন। এদিকে, ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকেরা সদর হাসপাতাল চত্ব¡রে মানববন্ধন ও সমাবেশ করেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি